নীলপদ্ম সুখ
রুমানা পারভীন রনি
ব্যথা নির্ঝরিণী জলের ধারাতে
পরজীবী কীটের মতো
জীবন আঁকড়ে বেঁচে থাকি
জনম জনমের অবহেলায়।
স্রোতবাহী নদীতে বয়ে চলা নৌকায়
অস্তাচলগামী সূর্যের লাল আভা
সন্ধ্যাটাকে বড় বেদনাবিধুর করে তোলে।
আমি হৃদয় পেতে শব্দহীন সেই শব্দ শুনি।
বেদনারা সুখের চেয়েও দ্রুত ছড়িয়ে যায়,
সুখটুকু বেদনার পাকে নীল ঘূর্ণন তোলে।
মানুষেরা ওইটুকু সুখ নিয়ে একটা জীবন
কাটায়
জলের উপর ভেসে থাকা দুর্লভ নীল
পদ্মের মতো…
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse