অপেক্ষার সময়
রুমানা পারভীন রনি
ব্যক্তিগত সিঁড়ি ভেঙে
স্বপ্নের চিলেকোঠায় উঠে দেখি,
কোন ছাদ নেই, দরজা নেই।
সেখানে বসত গড়েছে কষ্টের পিঁপড়ের
দল।
অথচ তুমি বলেছিলে, ভয় পেও না।
আমাদের জীবন, স্বপ্ন-সংসার আগলে
অপেক্ষা করবো স্বপ্নের চিলেকোঠায়।
এসে পেলাম না তোমায় আর!
পেলাম কড়িবরগায় ঝোলানো অপেক্ষার
কঙ্কাল, শূন্যতার হাহাকার।
তুমি নেই কেন!?
কোন ঘুড়ির নতুন সুতায় আটকালে তুমি,
আমার জানা হয় নাই।
অতঃপর
অপেক্ষার কঙ্কালকে
গোরস্থানের মাটিতে শুইয়ে দিয়ে
শেষবারের মতো দেখে নিলাম।
আমি জেনে গেলাম
আমার অপেক্ষার সময় শেষ হল।
তারিখ: নভেম্বর ৯, ২০২১



AstuteHorse