সুমাইয়া কাউছার বাঁধনের একগুচ্ছ তাংকা

১.

জারবেরা অর্কিড

কিংবা গোলাপে নয় আজ

শহীদ মিনারে

কৃষ্ণচূড়া পলাশ আর

শিমুলেই স্মরণ হাজার

২.

মৃত্যু সুনিশ্চিত

তবুও বেঁচে থাকার

প্রতিটা ক্ষণে

বাঁচতে শিখো প্রিয় আজ

কাল হবে শবযাত্রার সাজ

৩.

শতবর্ষ পর

জোনাক এলো আঙিনায়

তার আলোর ছটায়

মোর আঁধার ঘরের মতো

মনমন্দির আলোকিত

৪.

আবহাওয়ার সাজ

প্রিয়তমার মন ক্যানভাস

এই রোদ এই বৃষ্টি

ইচ্ছে হলেই মিষ্টি হাসে

একটুতেই আঁধার নামে

 

৫.

প্রার্থনা একটাই

মোর নসিবে যা আছে

তাহা যেন পাই

স্রষ্টা মোরে দিয়েছেন

আশাতীত শুকরিয়া তাই

 

৬.

বধূর চলনে

নয়ন জুড়াইবে আশে

শূণ্য চরণ তার

নূপুর করিতে পূর্ণ

ক্ষুদ্র সঞ্চয় হয় চূর্ণ

৭.

সমুদ্রের গর্জন

শোনা হয়নি দেখিনি

উর্মিমালার খেল

দেখবো আশাতে বাঁচি

ধরার সুস্থতা যাচি

 

৮.

নিজ মাতৃভূমে

মুক্তির স্বাদ হয় অমৃত

হাজার বেদনা

ভোলা যায় মায়ের ছোঁয়ায়

তাই সেথায় মাথা গুঁজি

 

৯.

মায়ার বাঁধনে

বেঁধেছো মোরে কবেই

সেই ভালোবাসায়

ফিরবো বারে বারে ঐ

মা সম ছায়াতলে

১০.

বসন্তের প্রেম চায়

হলদে রাঙা শাড়ি গায়

ফাগুন বউ দাঁড়ায়

বরণ ডালা নিয়ে তাই

কোকিল দুয়ারে গান গায়

 

তারিখ: নভেম্বর ৯, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse