বেহুলা বাংলা – সনেট ১

বাল্যে গড়ে মাটির পুতুল খেলেছি তোমায় নিয়ে
দুরন্ত কৈশোরে মুছেছি ঘাম তোমার আঁচল দিয়ে
যৌবনে কাঁধে রাইফেল ঘুরেছি নদীর পারে পথে-প্রান্তরে
ছুঁড়েছি গ্রেনেড তোমার জন্যে শত্রুর বাঙ্কারে
প্রৌঢ়ে স্বজন নিয়ে গড়েছি পুতুলের সংসার
বার্ধক্যে তুমি হয়েছ বেহুলা আরো আপন আমার
তোমাকে ছাড়া আর তো কোনো স্বপ্ন দেখিনি
তোমাতেই পেয়েছি খুঁজে স্বরূপ বিশ্বজননী;

যখন ওরা বলেছে তোমার দারিদ্র্যের কথা
বলেছে তোমার আঁচলের মলিনতার ব্যথা
তবু তোমাতেই রেখেছি চোখ অর্জুনের মতো
নীল ধ্রুবতারায় যেমন নাবিক রাখে মনঃসংযোগ যতো
একদিন ওই ব্যথাতুর মুখে দেখেছিলাম জগন্মাতার রূপ
ঈশ্বরকে চাইনি তাই দিইনি আর কোনো অপার্থিবে ডুব

 

 

 

তারিখ: নভেম্বর ৯, ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse