বিপ্লবের রঙ বদলাও
মোঃ শাহাদাত হোসেইন
বাদামের খোসার মতন
ঢেকে আছে ধরার বদন।
শকুনের ঘাড়ে লোম গজিয়েছে বেশ।
হায়েনার গায়ের ছোপ ছোপ দাগ মুছে গেছে আজ।
ছোবলে ছোবলে বেড়ে গেছে গোখরা সাপের ফণার আকার।
সিংহেরা সব গুহায় ঢুকেছে।
বাঘেরাও আজ জাবর কাটে গরুর মতন।
শিয়ালের শাসন এখন তাই হরিণীর ভূষণ!
আনাচে কানাচে চলে হরদম ইঁদুরের প্রজনন;
দিনে দিনে তারা বেড়েছে অনেক।
কবে আসবে আবার সেই হ্যামিলনের বাঁশিওয়ালা?
কোন্ খাদকের অঙ্গুলি চাপে খসে যাবে বাদামের খোসা?
আর কতকাল সুপ্ত রবে আজন্ম মুক্তির নেশা,
নেতা যদি না-ই পাও, ভয় করো না হে বিপ্লবী!
রঙ বদলাও বিপ্লবেরও…
মুখোশ পরো, তরবারি ধরো।
দ্যাখো শত শত ‘আমি’ তোমার দলে
সৈনিক তুমি সেনাপতি হলে।
তারিখ: ডিসেম্বর ২৭, ২০২১



AstuteHorse