যাদু বাস্তবতা
মোহাম্মদ নুরুল ইসলাম
তোমার এলোপাতাড়ি উন্নয়ন কামড়ে
আজ নীলচে-কালো হয়ে গেছে
সারাটা গ্রাম;
ক্ষত বিক্ষত সবুজ
আহত হাওর
ধর্ষিত পাহাড়
মৃত নদী-নালা
কলুষিত সাগর।
তোমার বারান্দার ভিনদেশি বাতি
তলিয়ে দিয়েছে আমার হাজার কোটি স্বপ্ন;
পাতার দেয়াল
ফসলের জমি
খেলার মাঠ
আমার ৮২ হাজার কাঠের ঘর।
কি বিষধর!
কি মনোহর!
যাদুময় তোমার বিশ্বগ্রাম;
পথে পথে ক্যাসিনো
বাঁকে বাঁকে প্রমোদবাড়ি
সাগর ছিড়ে যায় বিলাসী তরী।
তোমার এলোপাতাড়ি উন্নয়ন চুমুতে
বিবেক চলে গেছে পূর্বাশায়
মগজ অবসরে, চিন্তা নির্বাসনে
আত্মা নিয়েছে চিরনিদ্রা।
চোখ দেখে চারিদিকে সুডৌল দেহ
বিশাল টাকশাল অতল উরুর মোহনা।
তারিখ: নভেম্বর ৪, ২০২৩



AstuteHorse