আমার দেশ
অরুণ আবীর
যা দেশ, তা আমার কল্পনা শরীর
তার নেই সীমানা কোনো কাঁটাতারে।
যা আমার, তা গর্ভাশয়ের ভেতরে
আর বাহিরে যা নিয়েছে ক্রমশ
তার সবখানি একটু একটু করে
দু’হাতের আঁজলা ভরে যেমন
জল ধরে প্রাণপণ তৃষ্ণায় কাতর
মরুচর মানুষ, ঠিক তেমনই
বিস্তৃত ইতিহাসের সংঘাতে-রক্তে
প্রাণের বীজ বুনে সম্পর্কের নির্ণয়ে
ঘুমন্ত সভ্যতার আদর মেখে নিয়ে
পথ চলে আরো পথের সন্ধানে।
এসো সৃষ্টি-সহোদর, এসো সন্তান
এসো, রমণীয় আহ্বানে সাড়া দেয়া
সহযাত্রী অনন্তের এক নারী, সংসার
সাজাও সভ্যতার মূলে রেখে
তোমার সচ্ছল পুষ্পিত পুষ্ট দুটি হাতে
যে তুমি, সেই তুমি আমার দেশ
আমার কল্পনার আকাঙ্ক্ষা, আস্বাদ
আমার তুমি সমগ্র আর অংশে
আমার ভেতরে আমারেই জন্মাও নিয়ত।
তোমার সম্মুখে নতজানু হয়ে
ফেলে দিয়েছি শস্ত্র, যুদ্ধকে বলেছি “না”
চাই না রক্তপাত, চাই না ভেদাভেদ
মানুষ সত্য সব দেশে, সত্য কেবল
সন্তান তোমার আমার, সত্য প্রেম
আমরা আমাদের সন্তানের রক্তপাত
সইতে পারি না, কাঁটাতারে সন্তানের
ভাগ্য ঝুলে থাকতে দেখতে পারি না।
আকাশের মত উদার এই দেশ
আমাদের কল্পনার শরীর, আনন্দ
আমাদের সংবিধান, আনন্দ সন্তান
সুস্থতা সবখানে এক
আলোকিত ভোরে
প্রকৃতির সাম্যের রূপ ধরে
বিশ্বশান্তির স্তনে মুখ রেখে
চেয়ে আছি বিশ্বমাতার মুখে।
তারিখ: নভেম্বর ১৪, ২০২৩



AstuteHorse