কবিতা নয়, জীবন
মোহাম্মদ নুরুল ইসলাম
রাতারাতি সব চুরি গেছে
হারিয়েছে সোনালি স্বপ্ন
ডাকু নিয়েছে দিনের আলো।
বছরের পর বছর সাদারা, খাকিরা, খাদিরা, দাদারা,আপারা
চুষে নিচ্ছে শেষ দুধ-ফোঁটা,
কচু গাছের মত গিলে খাচ্ছে আগাগোড়া
জীবনের রস, বাসনা ও ভালোবাসা।
তবুও সে কষ্ট নেয় না
দুশ্চিন্তা করে না একরতি
ভোগে না কোনো কাল্পনিক স্বপ্নদোষে।
কেন?
সে কি মরে গেছে বুড়িগঙ্গার স্বচ্ছ পানিতে পড়ে?
নাকি পাহাড়ি ঢল ভাসিয়ে নিয়েছে তার লিকলিকে দেহ?
আত্মা চিবিয়ে খেয়েছে কোন ব্যবসায়ী শুকর?
মগজ হাতিয়ে নিয়েছে স্বদেশি শেয়াল?
আজ কেন জানি,
তোমাদের উন্নয়ন সংখ্যায় স্বাদ পাই না,
তোমাদের কেন্দ্রবিন্দুতে উড়ুক্কু লাস্যময়ী গাড়ি দেখে
হরমোনের ছুটাছুটি অনুভব করি না,
তোমাদের তাসবীহ, গীতা কিংবা কবিতা
বিশ্বাস করতে পারি না।
যেন এই সব জপমালা
বাসস্টেশনে এক ভাড়াটে মৌলভির আকুতি।
তাহলে আমিও কি মরে গেছি
আবার স্বদেশের সোনালি ধান গাছ দেখার আগে?
শরতের স্নিগ্ধ বিকেলে কাশফুল দেখার আগে?
শীতের সকালে মায়ের বানানো পাটিতে বসে রোদ পোহানোর আগে?
চাঁদ রাতে হাতে হাত রেখে প্রিয়ার চোখে স্বপ্নবুননের আগে?
তারিখ: জুন ১৮, ২০২৪



AstuteHorse