বেহুলা বাংলা: সনেট তিন (২০২৪)
তানভীর মোকাম্মেল
কবে বল বেহুলা সুজন সেই মাহেন্দ্রক্ষণ হবে
গাঙুরের প্রতি ঘরে ঘরে লোকে তোমার কথা কবে
কত না উপমা-ছন্দ-রূপক বৃথাই আমি কেবলই চয়ন করি
মানুষের মাঝে সকাল-সাঁঝে কেবল তোমার মূর্তি গড়ি
জানুক তারা বিশ্বমাঝে দুঃখিনী বাংলা সর্বহারা নয়
এখানে বাস বেহুলা নারীর যে কখনোই মানেনি পরাজয়
তাই ভয় নয় হবে নির্ঘাৎ একদিন বড় জয়
সেদিন তোমায় চিনবে জগৎ জানি তা সুনিশ্চয়;
একাকী সাধনায় গাঁথি আমি তাই এক রঙীন নক্সীকাঁথা
অনেক ব্যথার অশ্রনদী দুখী বাংলার শত বঞ্চনা-গাঁথা
হয়তো সেসবই বিফলে যায় হয়তো বা পায় কাকেও
যে তোমায় কভু বাসেনি ভালো ছোঁয় যেন তা তাকেও
সেটাই বেহুলা জীবনে আমার বড় প্রাপ্তি হয়ে রইবে
যত ব্যথা তারা দিয়েছে বাংলাকে সব বেদনাই সইবে ।।
তারিখ: জুলাই ৭, ২০২৪



AstuteHorse