বেহুলা বাংলা: সনেট পাঁচ (২০২৪)
তানভীর মোকাম্মেল
আমার সুখ-দু:খের সব গান শুধু তোমার আঁচল পানে ধায়
তাতেই বেহুলা এসব সুর লয় তাল এক অমোঘ আশ্রয় পায়
অন্যথায় নিষ্ফলা মাঠে চাষ যে আমার সকলই বন্ধ্যা হয়
প্রাণিত হয় তারা শুধু তোমার রূপোর কাঠিতে কবির হয় জয়
উষার কমলা সূর্য আর কনেদেখা সাঁঝের সিঁদুরমেঘ থেকে
ছেনে আনি আমি এক স্বর্ণালী আভা নিজে কিছুই না রেখে
সে বর্ণচ্ছটা অঞ্জলি দিই তোমার পায়ে আর কিছুই তো নেই আমার
নদীর ঝিলিমিলি আর রঙীন পাখীরা এসবই তো আমৃত্যু তোমার;
শত বছর ওই শ্রাবস্তী মুখ যতই সাজাই নৈবেদ্য নিকেতন
দীন আমি নেই কোনো সম্পদ আছে শুধু এক প্রেমার্ত কবিমন
তা দিয়ে আলোকবর্ষ ধরে গড়ি রাতদিন মৃন্ময়ী এক মূর্তি
সেটাই আমার একমাত্র সুখ তাতেই জাগে প্রাণে স্ফূর্তি
কিন্তু অধম আমি এও জানি আমার যত বাণী আর তাল লয় সুর
পারেনি ছুঁতে বেহুলা বাংলাকে অপরূপা সে রয়েই গেছে আজো সুদূর ।।
তারিখ: জুলাই ৭, ২০২৪



AstuteHorse