ইমরান কামালের কবিতা

তোমার সাথে কথা ছিল। ফোন দিয়েছি কয়েকবার
ফোন ছিল না তো কাছে
কোথাও গিয়েছিলে?
গিয়েছিলাম হাওয়া খেতে
আমি যে শহরে থাকি, তার অদূরে একটা মরা নদী আছে,
পারের মানুষেরা বলে
এককালে নাকি বড় বড় জাহাজ চলতো নদীটার উপর দিয়ে,
এখন ওর পাঁজর জুড়ে বাঁধ, বসতি, ছোট ছোট ফসলের জমি,
নদীর পারে কোথাও একটা অশ্বত্থ গাছ আছে
খুব প্রাচীন নয়, আবার বয়সটা যে খুব কম—এমনও না,
আমার মতই—মধ্যবয়সী অশ্বত্থ
আমি গাছটার নিচে প্রায়ই গিয়ে বসি
অশ্বত্থের নিচে হাওয়া বড্ড শীতল
আমার ভালো লাগে
ফোন নিয়ে যাও নি কেন—
ফোন থাকলে গাছটা থাকে না যে
নদীটা উধাও হয়ে যায়
পাখিদের কথোপকথন আমি আর শুনতে পাই না!
অক্টোবর ২০২৪
ট্রেন প্ল্যাটফর্মে থেমেছে
কোন স্টেশন এটা?
এতো এতো ইস্টিশন পেরিয়ে এসেছি
এখন কেমন সব তালগোল পাকিয়ে যাচ্ছে
যতদূর মনে পড়ে, গাড়িটা পূর্বদিকে যাচ্ছিল
আমারও তো পূর্বেই যাওয়ার কথা
ঘোলা আলোয় অনেকগুলো ছায়া—
তলপেটের ব্যথাটা, আবার বাড়ছে…
ক্ষুধায়,
ব্যাগে শুকনো খাবার আছে
এখনই একটা কিছু খেয়ে নেয়া যায়
কিন্তু বাইরে এতো এতো ক্ষুধার্ত মুখ!
কিছু যে খাবো—মন চাইছে না
পেটে ব্যথা বাড়লে তন্দ্রা আসে নাকি?
অবসাদ!—
গাড়ি বোধহয় ছাড়লো
কোনদিকে যাচ্ছে গাড়িটা?
আমারতো… পূর্বে যাওয়ার কথা ছিল…
আগস্ট ২০২৪

তারিখ: ফেব্রুয়ারি ২৪, ২০২৫

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse