বেহুলা বাংলা: সনেট দুই (২০২৫)
তানভীর মোকাম্মেল
তোমার যাবার পথে ডেকেছিলে অস্ফুটে আমায়
শুনেছি জলের ছলছল শব্দ শুনিনি তো তোমায়
বেয়ে গেছ তুমি গাঙুর নদী দিয়ে অমরার দিকে চলে
ভেলায় ভেসে গেল সাহসী বেহুলা অথৈ কালো জলে
বৃথাই সংসারের হাজার কাজে ব্যস্ত ছিলাম আমি
ছুটে গেছি যখন নদীপারে দিগন্তে হারিয়েছ তুমি
অনেক ছিল স্বপ্ন সাধ সুখে-দুঃখে হব তোমার সঙ্গী
শিখেছিলাম তাই নৌকা চালানোর নানা রকম ভঙ্গী;
নদীর কিনারে একা এখন আগামী আমার আঁধার
কখনো কী ফিরে আসবে বেহুলা এই বাংলায় আবার
জানি প্রতিজ্ঞা ছিল তোমার ফিরবে না খালি হাতে
আনবে সকল হারানো প্রাণ আর সপ্তডিঙ্গা নিয়ে সাথে
শুধু চাঁদবেনে আর সনকা নয় জেন বেহুলা মনের গহীনে
আরো আছে একজন তোমার অপেক্ষায় একান্তে নির্জনে ।।
তারিখ: ফেব্রুয়ারি ২৫, ২০২৫



AstuteHorse