অমৃক খীসা বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইংলিশ এন্ড হিউম্যানিটিজ বিভাগের ছাত্র। একজন চাকমা ছাত্র হিসেবে তিনি নিজের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে বিশেষভাবে আগ্রহী। বর্তমানে তিনি নিজ বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব এর সম্পাদক হিসেবে সাংস্কৃতিক চেতনা তৈরি ও সৃষ্টিশীল প্রকাশে প্রণোদনা দিয়ে থাকেন।
গল্প বলা ও শিক্ষার মাধ্যমে সাংস্কৃতিক সেতু তৈরি করা যায় ও পরিবর্তন আনা যায়, এই ধারণায় তিনি বিশ্বাসী। লেখালেখি, গবেষণা এবং নতুন নতুন সৃষ্টিশীল কাজ তাঁকে উদ্দীপ্ত করে এবং এসবের ভেতর দিয়ে বঞ্চিতের কন্ঠস্বরকে তুলে আনার চেষ্টা করেন তিনি। তিনি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে সব ভাষা ও সংস্কৃতিকে সমান মর্যাদায় পালন করা হবে।