ভেতর দিয়ে একটা আওয়াজ আসে ওহির লাহান কেউ কেউ তারে জীবনদেবতা কয় তার হাত নাই, পা নাই, মাথামুন্ডু কিছুই নাই না—দেখা ভূত; জিনও হইতে পারে হইতে পারে তারা সাদা গাড়িতে আচমকা গলি ঘুপচির চায়ের দোকানে […]
                                আমার কাছে কী চাও কোন দরদে আমার গায়ে মাথা থোয় আমার ঠ্যাঙা হাতে উল্কি আঁকো আমার নখে জমা কালা কালা দাগ রুটিন কইরা ঘষতে থাকো চিরুনি ধরে কচি পাতো রুয়ার মতো আমার আউলা চুল গোছানোর […]
                                কী বিপুল সাড়াশি বিভাজনে মরে গেছে সব! ভেতর থেকে ভেতরে খাঁখাঁ Ñ কতকাল জোয়ার নেই। ব্যপক গতায়াতে মুক্ত বাজার খেমটা তুলে নিয়ে গেল বিলডাঙা, কতকাল শালুক তুলিনি, ভরা জলে ভাত ছোলা মাড়িয়ে ঢেউ—তোলা পাতিহাঁস, […]
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ