ইভান অনিরুদ্ধ

ইভান অনিরুদ্ধের জন্ম নেত্রকোণায়। উচ্চশিক্ষার পাঠ শেষ করে দীর্ঘদিন বিভিন্ন ঔষধ কোম্পানিতে চাকরি করেছেন। কর্মসূত্রে দীর্ঘ ছয় বছর কোরিয়ায় ছিলেন। ২০১৬ সালে দেশে ফিরে আসেন। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। ছোট থেকেই লেখালেখির হাতেখড়ি। বাংলাদেশ শিশু একাডেমি থেকে শিশু পত্রিকায় প্রথম ছড়া প্রকাশিত হয়। তারপর বিভিন্ন সাহিত্য পত্রিকা, দৈনিক পত্রিকার সাহিত্য পাতা, বিভিন্ন লিটল ম্যাগাজিনে এবং সংকলনে গল্প, কবিতা ও ছড়া প্রকাশিত হয়। এখনো নিয়মিত সাহিত্য চর্চায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse