জিললুর রহমান

কবি জিললুর রহমানের জন্ম চট্টগ্রামে ১৯৬৬ সালের ১৬ নভেম্বর। তিনি আশির দশকে লেখালেখির যাত্রা শুরু করেন। তিনি কবিতা, কবিতা বিষয়ক নিবন্ধ লেখেন, এবং নন্দনতাত্ত্বিক প্রবন্ধ অনুবাদ করেছেন। নাজিম হিকমতের রুবাইয়াতগুলি তিনিই প্রথম বাংলায় অনুবাদ করেন। তিনি তিনটি কবিতার বই, দুটি দীর্ঘ কবিতার পুস্তিকা, ২টি প্রবন্ধ সংকলন এবং ৩টি অনুবাদকৃত বই প্রকাশ করেছেন। তাঁর কবিতা, প্রবন্ধ এবং অনুবাদগুলি বিভিন্ন ছোট্ট কাগজে যেমন, লিরিক, নিসর্গ, জীবনানন্দ, সমুজ্জ্বল সুবাতাস, পুষ্পকরথ, সুদর্শন চক্র, শতক্রতু, সবুজ আড্ডা, বিন্দু, চারবাক, কঙ্কাল, খড়িমাটি, একবিংশ, শাঁখ এবং আরও অনেক পত্রিকায় প্রকাশিত হয় । অনলাইন পোর্টালের মধ্যে মেঘচিল, চিন্তাসূত্র, ইরাবতী, আরম্ভ, আপনপাঠ সহ অনেক অনেক পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। তিনি যদিও উত্তরমেঘ (২০১৭) সম্পাদনা করেছেন এবং লিরিক এর সম্পাদনা পরিষদের সদস্য (১৯৯২-২০০৫) ছিলেন। সাম্প্রতিক সময়ে ‘পপলার বন মরে পড়ে আছে’ এবং ‘একটি মেরাজের রাত্রে ঘুমিয়েছি’ শীর্ষক কবিতার সিরিজ পাঠকমহলে বেশ সাড়া জাগিয়েছে।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse