জুনাইদুল হক

কথাসাহিত্যিক জুনাইদুল হক ১৯৫৫ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহন করেন। শৈশব ও কৈশোর এর পুরোটাই ঢাকা শহরে কেটেছে তাঁর। ঢাকা বিশ্ববদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর অর্জনের পর একটি বিদেশী বিমান সংস্থায় আজীবনকাল চাকুরি করলেও সাহিত্যের সাথে তাঁর যোগাযোগ এক ভিন্নমাত্রায় পৌছেছে কথাসাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশের মধ্য দিয়ে। আটটি গল্প ও প্রবন্ধ সংকলন বাংলা সাহিত্যে তাঁর অবদান। মৌলিক লেখার পাশাপাশি তিনি অনুবাদক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse