তানভীর মোকাম্মেল

তানভীর মোকাম্মেল বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রনির্মাতা ও লেখক। তিনি সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, পনেরর অধিক ডকুমেন্টারি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করেছেন, যার বেশিরভাগই জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত। উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবন্ধ এবং ছোটগল্প সংকলন মিলিয়ে তাঁর পুস্তকের সংখ্যা সতেরর অধিক। তিনি দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ তিনি ‘চালচিত্রম পুরস্কার’ এবং বাংলাদেশ সরকারের ‘একুশে পদক’ লাভ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউট এর পরিচালক।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse