আমার যত দূর্বলতা আমার চেয়ে তুমিই বেশী জান বিচার তাই তুমি কোর আমার এই অনুরোধটুকু মান কেন আজো হয়নি পোক্ত তোমার আসন এ রিক্ত বাংলায় কেন বারবার ঘটে ইতিহাসে দুঃখিনী বাংলার পরাজয় দূর্গার মত দেইনি […]
আমায় পথ দেখিও বেহুলা যাতে পরাজিত না হই তোমার শক্তিতে আজন্ম যেন অর্জুন হয়ে রই যারা ছিঁড়েছে বাংলার সাজানো শিউলি ফুল দাও শক্তি যেন হারাতে পারি তাদেরকে আমূল বাংলা হবে শাপলাস্নাত জলজ বিজন শান্ত তোমার […]
রেখেছিলে অপেক্ষায় ও ঘরের চার দেয়ালের বাইরে ভেতরে তোমার নন্দনসভা আমার প্রবেশাধিকার নাইরে শুনি দেয়ালে জ্ঞানী-গুণীজনের বিদগ্ধ কত কথা তোমায় তারা পায় বেহুলা এ মনে একলব্যের ব্যথা কত বিচিত্র তথ্য-উপাত্ত আর কত যে তত্ত্বজ্ঞান অজানা […]
তোমার যাবার পথে ডেকেছিলে অস্ফুটে আমায় শুনেছি জলের ছলছল শব্দ শুনিনি তো তোমায় বেয়ে গেছ তুমি গাঙুর নদী দিয়ে অমরার দিকে চলে ভেলায় ভেসে গেল সাহসী বেহুলা অথৈ কালো জলে বৃথাই সংসারের হাজার কাজে ব্যস্ত […]
শাপলা হয়ে উঠুক ফুটে তোমার দেখা স্বপ্নগুলো সব ধানভরা কৃষাণীর উঠান বিলের জলে রঙ্গীন পাখির রব বাঙ্গলার ইচ্ছা না পুরালে কী আর জীবনের মানে আমি জানি আর চিরদুঃখিনী বেহুলা সে কথা জানে তাইতো আমায় গড়ে […]
আমার সুখ-দু:খের সব গান শুধু তোমার আঁচল পানে ধায় তাতেই বেহুলা এসব সুর লয় তাল এক অমোঘ আশ্রয় পায় অন্যথায় নিষ্ফলা মাঠে চাষ যে আমার সকলই বন্ধ্যা হয় প্রাণিত হয় তারা শুধু তোমার রূপোর কাঠিতে […]
কত সহজেই বেহুলা তুমি ছড়াও তোমার অন্নপূর্ণার দান চিরঅভাবী জানি না আমি শুধব কেমনে সে ঋণের প্রতিদান আজীবন তাই গেয়ে যাই তোমার শত মাঙ্গলিক গান শোনাই সে গান জাগাতে ঘরে ঘরে পাষাণচাপা যত প্রাণ কখনও […]
কবে বল বেহুলা সুজন সেই মাহেন্দ্রক্ষণ হবে গাঙুরের প্রতি ঘরে ঘরে লোকে তোমার কথা কবে কত না উপমা-ছন্দ-রূপক বৃথাই আমি কেবলই চয়ন করি মানুষের মাঝে সকাল-সাঁঝে কেবল তোমার মূর্তি গড়ি জানুক তারা বিশ্বমাঝে দুঃখিনী বাংলা […]
আমায় দিয়েছ অকাজ সব আঁধার ঘরে আলোর প্রদীপ জ্বালা স্বপ্ন তোমার হবে তা একদিন এক অনিন্দ্য তারার মালা কবে সে স্বপ্ন সফল হবে মন্ত্রহারা আমি জানা নেই বেহুলা তবুও সে লক্ষ্যে ঘুরি বাংলায় পায়ে মেখে […]
দেখেছি আমি অভিজাত ঘর রাজার আলোকআসন দেখেছি ভিখারীর জীর্ণ কুটির শতচ্ছিন্ন বসন সবই আছে এ জগতে যেমন নানা বৃক্ষ থাকে বনে বড় সত্য রয়েছে বেহুলা প্রতিটা বাঙ্গালীর মনে যে তাকে যোগায় শক্তি দেয় সামনে যাবার […]
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ