দেবাঙ্গনা ব্যানার্জী

দেবাঙ্গনা ব্যানার্জীর জন্ম শান্তিনিকেতনে। পাঠভবনের ছাত্রী। বিশ্বভারতীর কলাভবন এবং আমেরিকার লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে এম.এফ.এ. করেন। আমেরিকা ও ভারতবর্ষের বিভিন্ন পত্র পত্রিকাতে তাঁর লেখা প্রকাশিত হয়েছে (অনুষ্টুপ, প্রবাস বন্ধু, দু-কূল, International Poetry Review, Toad Suck Review, Unlikely Stories Mark V ইত্যাদি)। ফিনিশিং লাইন প্রেস থেকে প্রকাশিত হয়েছে দেবাঙ্গনার প্রথম কবিতার বই (বাংলা ও তার ইংরেজি অনুবাদ একত্রে)কাম ব্যাক রিভার । জাপান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ক্যানাডা এবং ভারত বর্ষ ও আমেরিকার বিভিন্ন জায়গায় একক ও সম্মেলক চিত্র প্রদর্শনী হয়েছে দেবাঙ্গনার। বর্তমানে দেবাঙ্গনা স্যান মার্কোস, টেক্সাসে ওয়ান্ডারল্যান্ড স্কুলের শিক্ষিকা এবং হিসপ্যানিক কালচারাল সেন্টারের শিল্পকলা বিভাগের পরিচালক I

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse