রকিটা জানালার গ্রিল ধরে ক্রমাগত লেজ নাড়িয়ে উপরে উঠার চেষ্টা করছে। সে বাইরে কি দেখছে সেটা দেখার জন্য বারান্দায় গেলাম। গিয়ে দেখি,সদ্য কেনা তালাটা মেইন গেটে ঝুলছে। মোটকথা এই যে,পাশের ইউনিটে করোনা রোগী পাওয়া গেছে […]
“আইজকাইল সন্ধ্যা হইতে না হইতেই চাইরদিক আন্ধাইর হইয়া যায়। কাসেম মাঝির মাইয়া আমেনা একটু পরেই এই নদীর পাড় দিয়া বাড়িত যাইবো। যা করার আইজকাই করতে হইবো। গত দুইদিন চান্নি রাইতের লাইগ্গা সুযোগটা পাই নাই। ওর […]
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ