আমি কখনো ভাসিনি মেঘে দেখিনি খোলা চোখে তোমারই নীল আকাশ আমি এখনো দাঁড়িয়ে আছি খালি পায়ে কাছাকাছি চারিদিকে নেই তো সুবাস ফিরিয়ে দিয়েছি যা কিছু নিয়েছি সবই তো দিয়েছি আমার। তুমি মেঘের ভেলা, স্বপ্নদোলা […]
কি যে নিশ্চুপ চারিদিক, সরব নিস্তব্ধতায় কি যে নির্বাক সময়, শান্ত অস্থিরতায় ভীষণ কোলাহল, ব্যাপ্ত নগরীতে অশেষ সমাচার, অচেনা ব্যাধিতে হারিয়ে যাই আমি হারিয়ে যাই চেনা রাস্তায় মানুষের ভিড়ে কোথায় পাবো ঠাঁই, জানি না; জানি […]
আমি অবারিত ঢেউ, অনাকাঙ্ক্ষিত কেউ আমি তোমাদের নই আমি তোমাদের নই আমি ভেসে এসেছি নিকষ কালো আঁধারের পাশ থেকে ফেলে এসেছি দুটি পথ যা দুটো দিকে গেছে বেঁকে বৃষ্টির জল ফোঁটায় ফোঁটায় জমা হয়ে আছে। […]
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ