মাসুদ পথিক

কবি মাসুদ পথিক একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক। তিনি Cinee TV & Webzine এর প্রধান নির্বাহী। পাশাপাশি তিনি ব্রাত্য ক্রিয়েশন- এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি বিখ্যাত কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে তার প্রথম চলচ্চিত্র নেকাব্বরের মহাপ্রয়াণ তৈরি করেন এবং প্রথম চলচ্চিত্রেই জাতীয় পুরস্কার লাভ করেন। পরবরতীতে মায়া দ্য লস্ট মাদার তৈরি করে জাতীয় পুরস্কার ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। মাসুদ পথিক মোট ২১টি গ্রন্থের প্রণেতা। তার সাহিত্য রচনার মধ্যে রয়েছে কৃষকফুল (১৯৯৬), বাতাসের বাজার (২০০৭), সেতু হারাবার দিন, চাষার বচন (২০১৬) ইত্যাদি। গুণী কবি হিসেবে তিনি ২০১৩ সালে ‘কালি ও কলম’ পুরস্কার অর্জন করেন।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse