বাদামের খোসার মতন ঢেকে আছে ধরার বদন। শকুনের ঘাড়ে লোম গজিয়েছে বেশ। হায়েনার গায়ের ছোপ ছোপ দাগ মুছে গেছে আজ। ছোবলে ছোবলে বেড়ে গেছে গোখরা সাপের ফণার আকার। সিংহেরা সব গুহায় ঢুকেছে। বাঘেরাও আজ জাবর কাটে গরুর মতন। শিয়ালের শাসন এখন তাই হরিণীর ভূষণ! আনাচে কানাচে চলে হরদম ইঁদুরের প্রজনন; দিনে দিনে তারা বেড়েছে অনেক। কবে আসবে আবার সেই হ্যামিলনের বাঁশিওয়ালা? কোন্ খাদকের অঙ্গুলি চাপে খসে যাবে বাদামের খোসা? আর কতকাল সুপ্ত রবে আজন্ম মুক্তির নেশা, নেতা যদি না-ই পাও, ভয় করো না হে বিপ্লবী! রঙ বদলাও বিপ্লবেরও… মুখোশ পরো, তরবারি ধরো। দ্যাখো শত শত ‘আমি’ তোমার দলে সৈনিক তুমি সেনাপতি হলে।
ইথারের ভেতর থেকে কেউ আমাকে কিছু শব্দ এনে দাও, শব্দে শব্দে আমি নির্ঘাৎ বাধাবো সংঘাত। কোথা থেকে কেউ আমায় এক কৌটো গ্লিসারিন এনে দাও, তোমাদের ক্যামেরায় মেকি কান্নায় বুক ভেজাবো আলবৎ। ভন্ড কবির লেখা দেশপ্রেমের কবিতা শোনাও যদি, চির অভিমানী আমি স্বদেশের বুকে খড়গ চালাবো সহাস্যে। নষ্ট হাতে যদি কেউ আমার প্রাণের পতাকা ওড়াও, মেঘ হয়ে সহসা আড়াল […]
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ