মোঃ শাহাদাত হোসেইন

মোঃ শাহাদাত হোসেইন- একজন নবীন কবি। তাঁর জন্ম ২৫ নভেম্বর, ১৯৮১, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধোপাঘাট গ্রামে। এই গ্রামের "ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়"- এ লেখা পড়া শুরু করেন তিনি। পরবর্তীতে ১৯৯৭ সালে "আঠারদানা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও, ময়মনসিংহ" থেকে মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং ১৯৯৯ সালে ঢাকার "সরকারি বিজ্ঞান কলেজ" থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ২০০৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন থেকে বিএসসি (অনার্স)- এগ্রিকালচার ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বেসরকারি চাকুরীজীবি, আম্বার গ্রুপ- এর ব্যাবস্থাপক পদে কর্মরত।

বিপ্লবের রঙ বদলাও

  বাদামের খোসার মতন ঢেকে আছে ধরার বদন। শকুনের ঘাড়ে লোম গজিয়েছে বেশ। হায়েনার গায়ের ছোপ ছোপ দাগ মুছে গেছে আজ। ছোবলে ছোবলে বেড়ে গেছে গোখরা সাপের ফণার আকার। সিংহেরা সব গুহায় ঢুকেছে। বাঘেরাও আজ জাবর কাটে গরুর মতন। শিয়ালের শাসন এখন তাই হরিণীর ভূষণ! আনাচে কানাচে চলে হরদম ইঁদুরের প্রজনন; দিনে দিনে তারা বেড়েছে অনেক। কবে আসবে আবার সেই হ্যামিলনের বাঁশিওয়ালা? কোন্ খাদকের অঙ্গুলি চাপে খসে যাবে বাদামের খোসা? আর কতকাল সুপ্ত রবে আজন্ম মুক্তির নেশা,   নেতা যদি না-ই পাও, ভয় করো না হে বিপ্লবী! রঙ বদলাও বিপ্লবেরও… মুখোশ পরো, তরবারি ধরো। দ্যাখো শত শত ‘আমি’ তোমার দলে সৈনিক তুমি সেনাপতি হলে।

|| সাল : ২০২১

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse