মোঃ শাহীন হোসেন, বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক সম্পন্ন করেছেন। তাঁর শৈশব, কৈশোরের পুরোটা জুড়েই খুলনার আলো- বাতাস। খুলনা শিল্পাঞ্চলের পাটকল অধ্যুষিত অঞ্চলে বেড়ে ওঠা শৈশবের নানা স্মৃতি আজও সতেজ হয়ে মস্তিষ্কে ধরা দেয় তাই। পরতে পরতে আনন্দ, বেদনা, মিলন-বিরহ এর মধ্য সবসময় চেয়েছেন এখানকার মাটি মানুষের সাথে মিশে ও এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের প্রতিনিধিত্ব করতে। পরিবার এবং আশেপাশের আর দশজনের মুখে হাসিঁ ফোটানোই তাঁর লক্ষ্য। একসময় পাখির মতো আকাশে উড়তে চাইতেন, চাইতেন বৈমানিক হতে। সে স্বপ্ন কাগজের উড়োজাহাজ হয়ে কখন যে ভূপাতিত হয়েছে ইয়াদ নেই। গান গাইতে ভালোবাসেন, কবিতা লেখেন, আর মিশে থাকতে চান প্রকৃতির সাথে। জীবনানন্দ দাশের মতো এই বাংলা আর বাংলার মানুষের সাথে মিশে থাকতে চান।