মোহাম্মদ নুরুল ইসলাম

মোহাম্মদ নুরুল ইসলাম, ১৯৯০ সালের ৪ঠা মার্চ অতি সাধারণ এক সকালে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় জন্ম নেন । ছাত্রজীবনে লেখাপড়ার বিষয় হিসেবে বেছে নেন ইংরেজি ভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রতি তার অগাধ ভালোবাসা এবং বিশ্ব সাহিত্যের খবরাখবরের দিকে এক বিশেষ নজর আছে নিরন্তর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট’র ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। জানার আগ্রহ এবং আলাপচারিতার ব্যাকুলতা তাকে নিয়ে যায় শিক্ষকতায়। শিক্ষক হিসেবে কিছুদিন ছিলেন স্কলারস হোম স্কুল এন্ড কলেজ এবং মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, সিলেট’র ইংরেজি বিভাগে। বর্তমানে সহকারি অধ্যাপক হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস (বিউইপি),ঢাকা-এর ইংরেজি বিভাগে নিয়োজিত আছেন। অধ্যাপনার পাশাপাশি কবিতা লেখা ও অনুবাদ করাকে তিনি পরম আনন্দ ও প্রেমের আধার বলে মনে করেন। দেশের কয়েকটি পত্রিকায় তার কবিতা, অনুবাদ ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সৃজনশীল কাজ ছাড়াও জাতীয় পর্যায়ে একাডেমিক জার্নালে লিখেছেন গবেষণা প্রবন্ধ। গবেষণায় তার আগ্রহের এলাকা হচ্ছে, উত্তর-উপনিশেবাদী, নারীবাদী, সমাজবাদী এবং পরিবেশবাদী সাহিত্য ও তত্ত্ব। তাছাড়া ইতিহাস ও চিন্তা চর্চায় তিনি বেশ আগ্রহী। ‘সময় ও স্বপ্ন’ তার প্রথম কবিতার বই।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse