রাকিবুল হাসান খান একজন কবি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক। তার প্রথম কবিতার বই এখনও মূর্তি হতে পারিনি ২০১০ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল। বর্তমানে তিনি নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করে সেখানেই খণ্ডকালীন শিক্ষক ও গবেষণা সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বাংলাদেশে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশি বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা পত্রিকায় তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলার পাশাপাশি তিনি ইংরেজিতেও কবিতা লেখেন, এবং তার কিছু ইংরেজি কবিতা সম্প্রতি ভারত থেকে প্রকাশিত কাউন্টারকারেন্টস পত্রিকায় প্রকাশিত হয়েছে।