রুমানা পারভীন রনি

রুমানা পারভীন রনির জন্ম টাংগাইল জেলার মির্জাপুর থানার পাথরঘাটা গ্রামে। ঢাকায় বেড়ে উঠা,পড়াশোনা। জগন্নাথ কলেজ থেকে অনার্স করেছেন।পারিবারিক জটিলতায় মাস্টার্স অসম্পূর্ণ থেকে যায়। পড়তে ভালোবাসেন।ছোটবেলা থেকেই লুকিয়ে কবিতা লিখা শুরু। ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী। এক সময় স্কুলে বাচ্চাদের পড়াতেন। এখন তিনি পুরোদস্তুর গৃহিণী।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse