রেজা হক

রেজা হকের জন্ম রংপুরে। ইংরেজি সাহিত্য ও ভাষাতত্ত্ব নিয়ে লেখাপড়া, গবেষণা এবং অধ্যাপনা করেছেন দেশে, অস্ট্রেলিয়ায় ও আমেরিকায়। ভারতীয় ইংরেজি সাহিত্যে পিএইচডি লাভ করেছেন অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি থেকে। লেখেলেখির শুরু ছাত্রজীবনেই। বর্তমানে কাজ করছেন নিউ ইয়র্কের সেন্ট জন’স ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে। এখন পর্যন্ত রেজা তিনটি বাংলা কবিতার বই প্রকাশ করেছেন।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse