রোমেল রহমান

কবি ও নাট্যকার রোমেল রহমান নিয়মিত লেখেন বাংলা ভাষার বিভিন্ন পত্রিকা এবং ওয়েবজিনে। মঞ্চ ও পথনাটক রচনা করে যাচ্ছেন। চিত্রনাট্য রচনার সঙ্গেও যুক্ত আছেন। সময় কাটাতে গল্প লেখেন। তাঁর গল্প PEN Bangladesh সাহিত্য পুরস্কার ২০২০ পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বিনিদ্র ক্যারাভান, আরোগ্যবিতান; গল্পগ্রন্থ মহামারী দিনের প্যারাবল, প্রোপাগান্ডা; নাটক চম্পাকলি লেন ও অন্যান্য নাটক। তাঁর ইমেইল: romelavc@gmail.com।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse