সাম্যসাথী ভৌমিক

কবি সাম্যসাথী ভৌমিকের জন্ম নাটোর জেলায়। ছেলেবেলা থেকেই তাঁর সাহিত্যচর্চার হাতেখড়ি, তা আরও বেগবান হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনার সুবাদে। সাহিত্যচর্চার অংশ হিসেবে ২০১০ সালে শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত বাউল সঙ্গীত গ্রন্থে স্থান পায় তাঁর ইংরেজিতে অনুবাদ করা লালনের ২৫ টি গান। এরই ধারাবাহিকতায় অমর একুশে বইমেলা ২০২১ এ প্রকাশিত হয় সুপ্রভাত, জীবিত লোক! কাব্যগ্রন্থ যা পাঠকমহলে বেশ সাড়া ফেলে। বর্তমানে তিনি উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন। কবি সাম্যসাথী ভৌমিকের কাছে কবিতা যতটা ভাবাবেগের শব্দস্রোত, তারচেয়ে বেশি সমাজ আর ব্যক্তিজীবনের গলায় কাঁটার মতো বিঁধে থাকা কুসংস্কার, বৈপরীত্য, স্বার্থপরতা, শঠতা, অনৈতিকতা আর যতসব অন্যায়সৃষ্ট ক্ষতের নিরাময়কতুল্য। বৈচিত্র্যময় বিষয়বস্তু, পরিমিত কাব্যালঙ্কার, ছন্দ, নান্দনিক শব্দচয়ন, মেদবর্জিত শব্দগুচ্ছের ব্যবহার, রূপক, উপমা, অনুপ্রাস, উৎপ্রেক্ষা, নিদারুন বাক্যবিন্যাস আর তাতে নিখাঁদ ভালোবাসা ও মমতার প্রলেপ তাঁর কবিতাগুলোকে করে তোলে সুখপাঠ্য, সাবলীল ও প্রাঞ্জল। কবির স্মৃতিকারতা, জীবনবোধ, মানবপ্রেম, প্রকৃতিপ্রেমের মিশ্রনে কবিতাগুলো হয়ে ওঠে হৃদয়, সমাজ ও রাষ্ট্রসংস্কারের অনুঘটক।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse