সালমা জাকিয়া বৃষ্টি

চিত্রশিল্পী সালমা জাকিয়া বৃষ্টি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসেবে কর্মরত। তাঁর জন্ম চাঁদপুর জেলায়। বৃষ্টির শিল্পভাবনার সাথে জড়িয়ে আছে জীবনের উপলব্ধ নানান অনুভূতি যা তিনি বিভিন্ন রঙ, রেখা ও ফর্মের মাধ্যমে ক্যানভাসে উপস্থাপন করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই শিল্পকে যুক্ত করার প্রয়াস রয়েছে তার। এর পাশাপাশি তিনি শিল্পের বিভিন্ন মাধ্যমে কাজ করতে পছন্দ করেন। তিনি বেশ কয়েকটি গ্রুপ প্রদর্শনী, একক প্রদর্শনীসহ বিভিন্ন আর্ট কর্মশালায় অংশগ্রহন করেন। ২০১৮ সালের ১৮তম এশিয়ান বিয়েনালে তিনি গ্র্যান্ড পুরস্কার অর্জন করেন। বর্তমানে তিনি চিত্রকলা ও অটিজম বিষয়ে গবেষণা করছেন। এছাড়াও তিনি বিভিন্ন শিল্প প্রকল্প নিয়ে কাজ করছেন। ইমেইল: bristy.zakia@gmail.com

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse