সুমাইয়া কাউছার বাঁধন বাংলা ভাষার প্রথম মহিলা তাংকা কবি। প্রায় তিন বছর ধরে তাংকা চর্চা করছেন। সাহিত্যের প্রতি ভালোবাসা জন্মে নানুর কাছে বিষাদ সিন্ধু,পুঁথি,কিচ্ছা,উপন্যাস,কবিতা শুনে শুনে। সাহিত্যের সঙ্গে তৈরি হয় নিবিড় সম্পর্ক। তিনি বর্তমানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ২য় বর্ষে অধ্যয়নরত।