হোসাইন সোহাগ

হোসাইন সোহাগ অর্থনীতির স্নাতকোত্তর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।কবিতা লেখার শুরু সেই মাধ্যমিক থেকেই। তবে স্থানীয় পত্রিকায় প্রথম কবিতা আসে কলেজে পড়াকালীন। নিয়মিত কবিতা লেখেন না। লেখেন মনের খেয়ালে, কবিতার প্রতি ভালোবাসার টান থেকে। যখন মনের নদীতে কবিতার জন্য ভালোবাসার পূর্ণ জোয়ার আসে, কেবল তখনি কবিতা লিখতে পারেন। তবে পূর্ণ জোয়ারের মতোই তাকে তিথি গুণে অপেক্ষায় থাকতে হয়।

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse