তুমি তো জানোই, তুমি আমাকে পাবে না আমিও কোনোদিনই পাবো না তোমাকে। আজ তুমি-আমি-তুমি কাছে-দূরে-কাছে কাল যদি তার কিছু থাকে বা না থাকে, আমরা হারিয়ে যাই সময়ের স্রোতে; মুছে যায় আমাদের প্রেম, পরিচয়— আলোর আঁধার […]
দুইটি কবর হোক যতো কাছাকাছি তারাও পৃথক, যেমন পৃথক দু’টি— বহুদূরগামী সমান্তরাল রেখা; জীবিত মানুষ, সেও তো এক চলমান কবর পৃথিবীতে মুনাই কেউই কারো নয়— আমরা সবাই যে যার মতন একা। ২৪.০৭.২০২১
প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ