প্রেমিকের প্রলাপ

 

একটি অলস কুকুর

আলসেমির বেদীতে

সঁপে নিজেকে

খোলা ফুটপাতে

ভিজে চলেছে অবিরাম

যেনো কাকভেজা রাত

 

আমিও ভিজি অহর্নিশ

শীতকাঁটার মতো বেঁধে

জীবন্মৃত দেহে

অহল্যার প্রেম

 

বাদুড় ডানায়

ভর করে নামে রাত

রাত ফিকে হলে

বকসাদা দিন

দিন—রাত—দিন—রাত—দিন

 

নির্ঘুম কাটে অষ্টপ্রহর

চোখে নিয়ে রক্তজবা

জেগে থাকি

এক অতৃপ্ত প্রেত

 

রাহুর প্রেমের গ্রাসে

এ কী ভীষণ

অভিসম্পাত!

 

তারিখ: মার্চ ৩, ২০২৫

প্রকাশক: সাবিহা হক, অধ্যাপক, ইংরেজি, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

all rights reserved by - Publisher

Site By-iconAstuteHorse