মুকুলের জন্য প্রার্থনা
ফিরোজ মাহমুদ আহসান
একটা জলদ কবিতা লিখতে গিয়ে
তার চাঁদি আবলুস কাঠের মতন মসৃণ
একটা যুৎসই শব্দের খোঁজে
তার পরিভ্রমণ গোটা মহাবিশ্ব
এক শস্যগন্ধা নারীর টানে
সে আমরণ কাঠগোলাপের ক্রীতদাস
অতঃপর, তাকে সানুগ্রহ মমতায়
বুক পেতে গ্রহণ করো, হে মৃন্ময়ী মাতা!
তারিখ: মার্চ ৩, ২০২৫

 

AstuteHorse